Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.

বিসমিল্লাহির রাহমানির রহিম

সময়মত পৌর কর প্রদান করুন , পৌর শহরকে পরিষ্কার রাখুন

মেয়র মহোদয়ের অঙ্গীকার,

আগামী ২০ বছরের মধ্যে আমরা আমাদের পৌরসভাকে তথ্য প্রযুক্তির আলোকে ডিজিটালাইজড, নান্দনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন, সমৃদ্ধ শহর হিসেবে দেখতে চাই। যেখানে থাকবে না যানজট, পরিবেশ দূষণ, মাদক, নারী নির্যাতন, নিরক্ষরতা এবং দরিদ্রতা। তৃণমূল দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের কর্মসংস্থান, আধুনিক সুবিধা সম্বলিত বস্তি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী করণ, বহুতল সুপার মার্কেট নির্মাণ সহ নাগরিক জীবনকে সহজ ও সাবলীল করার স্বার্থে প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়ন। এবং জনস্বাস্থ্যের স্বার্থে জলাবদ্ধতা দূরীকরণসহ শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন।

নির্মল পরিবেশে আমাদের আগামী প্রজন্মকে শারীরিক, মানষিক, নৈতিক ও মেধা বিকাশের মাধ্যমে একজন সৃষ্টিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার সু-ব্যবস্থা, বিনোদন ব্যবস্থার উন্নয়নে শিশুপার্ক নির্মাণ, খেলাধুলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সুস্থ্য সাংস্কৃতিক চর্চাসহ সকল প্রকার পৌরসেবা পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবার নিমিত্তে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সেনবগ পৌরসভাকে বাংলাদেশের মডেল পৌরসভা হিসেবে দেখতে চাই।

 
যোগাযোগ

মেয়র : ০১৭১২-০৮৪১১৮

সহঃপ্রকৌ : ০১৭১১১৫২২৯৬

পৌর নির্বাহী কর্মকর্তা : ০

ফোন : ০৩৩২২৫৫৬১০৭

ফ্যাক্স : ০৩৩২২৫৫৬১০৭

e-mail : senbag_pourashava@yahoo.com

Latest News
বাংলাপিডিয়া